
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুুল জব্বার বলেন, আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে দেশে কোনদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। মানুষ তার মেধা যোগ্যতায় উচ্চ শিখরে উঠবে এটাই স্বাভাবিক।
এটাকে যারা কুলষিত করে অধিকার হরন করতে চায় তাদেরকে এবার সঠিক জবাব দেওয়া হবে। বিগত আমলে ফ্যাসিস্টরা যা করেছে তাদেরকে যদি কেউ অনুসরণ করতে চায় তাহলে তাদের পরিণত ফ্যাসিস্টদের মতোই হবে।
দেশের জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার আর সুযোগ নেই। এবার অন্যায়কারীদের শক্ত হাতে উচিত জবাব দেওয়া হবে।
নারায়ণগঞ্জ উত্তর থানা জামায়াতের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রবিবার (৯ মার্চ) বিকালে তল্লা পোড়া মসজিদ এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদের সদস্য মো জাকির হোসাইন প্রমূখ।
৯ নং ওয়ার্ড সভাপতি মো ইব্রাহিম মিয়ার সন্ঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আব্দুর রহিম সহ থানার সকল ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও জামায়াত নেতৃবৃন্দ।