নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ অক্টোবর ২০২৫

ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ডে ‘চেইঞ্জেস’ স্কুলের তাক লাগানো সাফল্য

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৮, ২২ অক্টোবর ২০২৫

ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ডে ‘চেইঞ্জেস’ স্কুলের তাক লাগানো সাফল্য

রাজধানীর অভিজাত গ্র্যান্ড বলরুম, র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে দেশের ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান “ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড ২০২৫”।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জমকালো আয়োজনে শুরু হওয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের মোট ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

এদের প্রত্যেককে ৯টি বিষয়ে এ-স্টার (অ*) প্রাপ্তির স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ৩০ হাজার টাকার স্কলারশিপ, সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট।

এবারের সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল ‘চেইঞ্জেস’ থেকে ৫ জন শিক্ষার্থী একসঙ্গে পুরস্কার অর্জন করে প্রথম স্থান অর্জন করেছে। 

এই পাঁচ শিক্ষার্থী হলেন- সাফিয়া চৌধুরী নওশিন ১১টি বিষয়ে এ-স্টার, আরসাল হামীম ভূইয়া ১০টি বিষয়ে এ-স্টার, মোহাম্মদ সাদ ৯টি বিষয়ে এ-স্টার  আফসারা আজিজ চৌধুরী সারা ৯টি বিষয়ে এ-স্টার ও  মোহাম্মদ আবু সায়েম ভূইয়া, ৯টি বিষয়ে এ-স্টার।

এদিকে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তারা জানিয়েছেন, এই পুরস্কারের লক্ষ্য হলো ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে ভবিষ্যতে আরও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করা।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
 

সম্পর্কিত বিষয়: