
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার এলাকায় সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ৩০টিরও বেশি অবৈধ দোকান উচ্ছেদ করে প্রশাসন। এছাড়াও বালুরমাঠ এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা খাবারের দোকান ও চায়ের দোকান উচ্ছেদ করা হয়।
ফতুল্লার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর জানান, অভিযানে প্রায় ৩০ টির বেশি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সিটি করপোরেশনের কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।