
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমেরিকা আলাদা করে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপ করতে যাচ্ছে।
যেটা আগে ছিল ১৬ শতাংশ। নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ হলে পূর্বের ১৬ শতাংশ মিলে মোট ৫১ শতাংশ হবে। আমেরিকার এই শুল্ক আরোপ হলে একটা বৃহত্তর ব্যবসায়ী গোষ্ঠী ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন। গার্মেন্টসের পাশাপাশি সকল ব্যবসায়ীরাই ক্ষতির মুখে পড়বেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এদিন শহরের চাঁদমারী এলাকার নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এই আলোচনার আয়োজন করা হয়।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জে অনেকগুলো গার্মেন্টস আছে। শুধু গার্মেন্টস নয় গার্মেন্টসের পাশাপাশি অনেকগুলো সেক্টর জড়িত রয়েছে। সবগুলো সেক্টরই এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার সঙ্গে কথা বলে ৩৫ শতাংশ হার যেনো কমানোর ব্যবস্থা করা হয় আমরা ব্যবসায়ীরা আবেদন জানাবো।
আমাদের সাথে প্রতিযোগিতায় থাকা দেশগুলোর ক্ষেত্রে শুল্ক অনেক কমানো হয়েছে। কিন্তু এ বিষয়ে বাংলাদেশ সরকারের উপর এখন পর্যন্ত আশাবাদী হতে পারছি না।
তিনি আরও বলেন, আমরা আশা করি বর্তমান সরকার এই শুল্ক কমিয়ে নিয়ে আসতে পারবে। আমরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছি। আমাদের সাথে ৩৪ ব্যবসায়ী সংগঠন আছে। আমরা প্রতিটি সংগঠনের আলাদা আলাদা কথা বলেছি।
সকলেই একমত হয়েছেন আমরা সরকারের কাছে আবেদন জানাবো তা যেন কমিয়ে আনা হয়। যে কোনো উপায়েই হোক এই ৩৫ শতাংশ হারে শুল্ক যেন কমিয়ে আনা হয়। যাতে করে নারায়ণগঞ্জ সহ পুরো দেশবাসী বেঁচে যায়। ব্যবসায়ীরা যেন ব্যবসা করে টিকে থাকতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মোহা. সোহাগ, পরিচালক গোলাম মুহাম্মদ কায়সার, আহমেদুর রহমান তনু ও সোহেল আক্তারসহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নতুন শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশের পাশাপাশি জাপান ও কোরিয়া সহ ১৪টি দেশ রয়েছে। তবে শুল্ক কার্যকরের সময় বিষয়টি কিছুটা পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি না হলে পহেলা অগাস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে।
বাংলাদেশের অর্ন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের পহেলা অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেয়া হয়, তার অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে।