নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১২, ১০ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নারায়ণগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বুধবার ও বৃহস্পতিবার সারাদিন ব্যাপী স্বপ্নজয়ী মা ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে সোনারগাঁ উপজেলার পরমেশ্বরদী সাঈদুল মোল্লার বাড়িতে এ কার্যক্রম হয়।

এই বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগি দেখেন এই সময় উপস্থিত ছিলেন স্বপ্নজয়ী মা ও শিশু কল্যাণ সংস্থার উপদেষ্টা সাঈদুল মোল্লা,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। 

সাঈদুল মোল্লা বলেন, ‘সমাজের প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের কার্যক্রম। এই ক্যাম্প তারই একটি অংশ।’

ফিজিওথেরাপি সেবা দেওয়া হয় হাঁটতে কষ্ট হয় এমন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের। অসহায় এক বৃদ্ধা বলেন, ‘বাড়ি থেকে বের হতেও পারতাম না, আজ শরীরে একটু আরাম লাগছে।’
 

সম্পর্কিত বিষয়: