নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১০ জুলাই ২০২৫

বন্দরে গত ১২ দিন ধরে কিশোরী আনিশা রানী নিখোঁজ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৮, ৯ জুলাই ২০২৫

বন্দরে গত ১২ দিন ধরে কিশোরী আনিশা রানী নিখোঁজ 

বন্দরে ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে গত ১২ দিন ধরে আনিশা রানী দাস (১৬) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোরী আনিশা রানী দাস সুদূর  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসরিননগর থানার কান্দিপাড়া এলাকার ভক্ত দাসের মেয়ে। ব

র্তমানে তারা বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালাস্থ মধু মিয়ার বাড়িতে  দীর্ঘ দিন ধরে  ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

অনেক স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ কিশোরী কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের পিতা ভক্তদাস বাদী হয়ে বুধবার (৯ জুলাই) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন।

এর আগে গত শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৫টায় উল্লেখিত ভাড়াটিয়া বাড়ি থেকে বের হয়ে ওই কিশোরী নিখোঁজ হয়। পুলিশ জিডি পেয়ে  নিখোঁজ কিশোরীকে সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।