নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ আগস্ট ২০২৫

বাস ভাড়া বাড়ানো একটা গণবিরোধী সিদ্ধান্ত : প্রভাত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫১, ২১ আগস্ট ২০২৫

বাস ভাড়া বাড়ানো একটা গণবিরোধী সিদ্ধান্ত : প্রভাত

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বন্ধন-উৎসব বাসে ৫ টাকা ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অযৌক্তিক এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে এক বিবৃতিতে তিনি বলেন, দেশের মানুষ নতুনত্ব চায়, বিকল্প চায়, সুস্থ, সুন্দরভাবে বাঁচতে চায়। নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে চায়।  কিন্তু অত্যন্ত দু:খজনক বিষয় হলো পরিবহন সিন্ডিকেটের কবল থেকে মানুষ মুক্তি পাচ্ছে না।

বছরের পর বছর ধরে পরিবহন সিন্ডিকেটের কাছে মানুষ জিম্মি। এমন অবস্থায় সম্পূর্ণ অযৌক্তিকভাবে বন্ধন ও উৎসব বাসের ভাড়া ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। যেখানে রাস্তার দূরত্ব বৃদ্ধি পায়নি, জ্বালানির মূল্য বৃদ্ধি পায়নি, বরং গত এক বছরে দুই দফা জ্বালানী তেলের দাম কমেছে। সেখানে বাস ভাড়া কমার কথা, অথচ  উল্টো ভাড়া বাড়ানো হলো।

আমি মনে করি, নাগরিকদের দৈনন্দিন জীবনের ব্যয় বাড়িয়ে, সাধারণ মানুষকে আর্থিক চাপের মুখে ফেলা মোটেও গ্রহণযোগ্য হতে পারে না। বাস ভাড়া বাড়ানো একটা গণবিরোধী সিদ্ধান্ত। 

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নেয়া পদক্ষেপ হিসেবে শিক্ষার্থীদের ২৪ ঘন্টা হাফ পাসের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু পরিবহন মালিকদের সিন্ডিকেটের আবদারে ৫ টাকা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে আমি একদমই গ্রহণযোগ্য বলে মনে করছি না।

সম্পর্কিত বিষয়: