নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, দোকান মালিকদের প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৫, ২১ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, দোকান মালিকদের প্রতিবাদ সভা

সিদ্ধিরগঞ্জে রনি খাঁন (৪০) নামে এক ব্যবসায়ীর উপর বহিরাগতদের হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে দোকান মালিকরা। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকাস্থ নির্মাণাধীন সৌদি বাংলা শপিং মলে এ প্রতিবাদ সভা করে দোকান মালিকরা। 

এসময় দোকান মালিকরা তাদের সহকর্মীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার মূলহোতা জাহাঙ্গীরসহ হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।

প্রতিবাদ সভায় সৌদি বাংলা শপিং মলের সমন্বয়ক আবুল কাশেম বলেন, হামলাকারী জাহাঙ্গীর আওয়ামীলীগের দালাল ছিল। সে সাবেক কাউন্সিলর বাদলকে এনে এখানে অনেক কেলেংকারী করেছে। বর্তমানে সে বিএনপির মামুন সাহেবের নাম ভাঙ্গাইতাছে। আমি নিজে গতকাল মামুন সাহেবের কাছে গিয়ে এই বিষয়গুলো জানাইছি।

তিনি বলেছেন যে এ ব্যাপারে তিনি কিছুই জানে না। জাহাঙ্গীরের এহেন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় তার উপর হামলা করেছে।

বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, এখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ বিনিয়োগ করেছে। ২০১১ সাল থেকে এ শপিং মলের কার্যক্রম শুরু হলেও নানান অনিয়মের কারণে এখনো আমাদেরকে পজিশন বুঝিয়ে দেয়া হচ্ছে না।

ডেভেলপারস কোম্পানীর নানা অনিয়ম ও অর্থ কেলেংকারীর কারনে মামলা-মোকদ্দমায় আমরা ৫০০ দোকানদার বছরের পর বছর হয়রানীর শিকার হচ্ছি । এই শপিং মলের একজন ভুমির মালিক জাহাঙ্গীর হোসেন বহিরাগত লোক এনে গতকাল আমাদের এক ব্যবসায়ীকে মেরে রক্তাক্ত করেছে। আমরা যদি এই ঘটনার উপযুক্ত বিচার না পাই তাহলে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।

শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, গতকাল যে একটি অপ্রীতিকর ঘটনা আমাদের এই সৌদি বাংলা মার্কেটে ঘটানো হইছে এটা পূর্ব পরিকল্পিত। আমাদের একজন সমন্বয়ক অনুপ্রেরণা দিয়ে মার্কেটের নির্মাণ কাজকে এগিয়ে নিতে নিস্বার্থে কাজ করছে তাকে বাহির থেকে লোক এনে মেরে রক্তাক্ত করেছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

উল্লেখ্য, গত বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্ধা মো: সুলতান খানের ছেলে সৌদি বাংলা শপিং মলের তৃতীয় তলার ১৮ ও ২৯ নং দোকানের মালিক রনি খানের উপর হামলার ঘটনায় একই শপিং মলের ভুমি মালিক জাহাঙ্গীর আলম, তার ভাই মো: মনির ও জিয়াউর রহমান নামে তিনজনকে এজাহার নামীয় আসামী এবং আরো অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম এ অভিযোগের তদন্ত করছেন।