
বন্দরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালে আহাম্মদ পাঠান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজোয়ান আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনায় বক্তারা বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি রোধ, তালতলা ইস্পাহানিতে ডাকাতি, নবীগঞ্জ–মোগড়াপাড়া সড়ক সংস্কারের অগ্রগতি, মদনগঞ্জ–মদনপুর হাইওয়ে সংস্কার এবং কারখানায় শিশুশ্রম নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলেচনা করা হয়।