নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ আগস্ট ২০২৫

বন্দরে চোরাইকৃত ২৮ ড্রাম পামওয়েল উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৫, ২১ আগস্ট ২০২৫

বন্দরে চোরাইকৃত ২৮ ড্রাম পামওয়েল উদ্ধার, গ্রেপ্তার ২

বন্দরে ২৮ ড্রাম চোরাইকৃত পামওয়েলসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি  দলের আরেক সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার তিনগাও ভদ্রসন এলাকার শফিউদ্দিন শেখের ছেলে শাহাদাত হোসেন (৩০) ও একই এলাকার আলতাব হোসেন মিয়ার ছেলে শামীম (৩২)। পলাতক আসামী নাম নাসির বলে জানা গেছে। কিন্তু তার পিতার নাম জানা যায়নি।

চোরাই তেল উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূইয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা রুজু করেন। ধৃতদের উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত বুধবার (২০ আগস্ট)  দিবাগত রাত ২টায় বন্দর থানার বেজেরগাঁও এলাকায় পলাতক আসামী উদ্দিনের বাড়ির সামনে পাঁকা রাস্তা সংলগ্ন গোডাউন ও চায়ের দোকানে অভিযান চালিয়ে চোরাই পামওয়েল ড্রাম জব্দসহ  উল্লেখিত ২ চোরাকারবারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বেজেরগাঁওস্থ জনৈক নাসির উদ্দিনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা সংলগ্ন গোডাউন ও চায়ের দোকানে সামনে অভিযান চালিয়ে ধৃত আসামীদের স্বীকারোক্তিমতে  ০১ টি লাল, ০১ টি হলুদ ও ২৬ টি নীল রংয়ের ড্রাম রক্ষিত যাহার প্রত্যেকটিতে অনুমান ২০০ (দুইশত) লিটার করিয়া সর্বমোট (২৮০২০০)= ৫.৬০০/- (পাঁচ হাজার ছয়শত) লিটার কোয়ালিটি পামওয়েল, সর্বমোট অনুমান বাজার মূল্য ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা এবং ধৃত আসামী মোঃ শাহাদাত হোসেন (৩০) এর নিকট হইতে চোরাই কোয়ালিটি পামওয়েল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২। ০১ টি নীল রংয়ের ঝধসংঁহম এধষধীু অ২০ং মোবাইল ফোন জব্দ করে।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ও পলাতক চোরাকারবারিরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় চোরাইকৃত পামওয়েল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। পলাতক চোরাকারবারি নাসির উদ্দিনকে গ্রেপ্তারের জন্য আমাদের অব্যহত রয়েছে।  

সম্পর্কিত বিষয়: