
বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে তারেক (৩২) একই উপজেলার বেঁজেরগাও এলাকার মৃত রফিক আলী ছেলে রিয়াজুল (৩০) ও নবীগঞ্জ এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে মাহাবুব (৩২)।
আটককৃতদের বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (২০ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।