
জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের মত বিনিময় সভা ও বন্দর থানার ১৯ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক জি.এম.সুমন মুন্সী বলেছেন, ইদানিং কয়েকটি সংগঠন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই তারুন্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ওই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। সত্যের পথে থেকে দেশের জন্য কাজ করে যেতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সিদ্ধিরগঞ্জের মাদনীনগর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মত বিনিময় সভা শেষে আবু তালেব প্রধানকে আহ্বায়ক ও শহিদুল ইসলাম শহীদকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট বন্দর থানাধীন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সদস্য সচিব শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরের আহ্বায়ক আলী ইমরান, সদস্য জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান ভূঁইয়া, নাসিক ১নং ওয়ার্ড কমিটির সভাপতি ওমর ফারুক জয়।
জি.এম.সুমন মুন্সি আরও বলেন, জিয়া সৈনিক দলের নেতাকর্মী আমরা যারা আছি তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবো। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও কিশোর গ্যাং এদের থেকে দূরে থাকতে হবে।
কোনো চাঁদাবাজির সাথে জিয়া সৈনিক দলের নেতাকর্মী জড়িত থাকতে পারবে না। দলের ইমেজ নষ্ট হয় এমন কোনো কর্মকান্ডের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ন-আহ্বায়ক মো.শাহাজাহান, মো. মাসুদ, মো. শাহ আলম, মো. শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল জুবায়ের, মোসা. তাহমিনা, মো. ইমন, সদস্য মো. আল আমিন, মো. সফিউল্ল্যাহ, মো. আলী আহম্মেদ, মো. কবির হোসেন, মো. নজরুল ইসলাম, মো. আলী আজম, আলী আক্কাস, মোহন মিয়া, মো. আবদুর রহমান।