নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ আগস্ট ২০২৫

পি আর এর দাবিতে গণসমাবেশ করবে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০২, ২১ আগস্ট ২০২৫

পি আর এর দাবিতে গণসমাবেশ করবে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে দিতে হবে। পি আর পদ্ধতি এখন দেশের জনগণের মৌলিক দাবিতে পরিণত হয়েছে।

কল্যাণমুখি রাষ্ট্র প্রতিষ্ঠায় পি আর পদ্ধতির বিকল্প নেই। এর মাধ্যমে সর্বদল অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও সুশৃংখল সংসদ গঠন হবে। 

আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর দক্ষিণ শাখার জরুরি বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহর শাখা দক্ষিণের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং মুহাম্মদ আরিফ উল্লাহ জাদরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন সহ শহর শাখার নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জবাসী চাইলে আমরা আবারো জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে প্রস্তুত আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে।

 

সম্পর্কিত বিষয়: