
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো নারায়ণগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ। এদিন সকালে শুরুতেই বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এটি সময়োপযোগি একটি স্লোগান আমাদের মৎস সপ্তাহ কার্যক্রম শুরু করালাম। এই স্লোগান বাস্তবায়ন করেতে হলে আমাদের সকলকে মানতে হবে। আগে একটা সময় বর্ষকাল বন্যা ঢলে স্কুল মাঠে বিভিন্ন ধরণের মাছ চলে আসতো ।
বিশেষ করে নারায়ণগঞ্জের চিত্র ভিন্ন এই জেলাকে শিল্প জেলা হিসাবে গড়ে তুলেছি। এই জেলায় চারটি নদী ছিলো শীতলক্ষ্যা নদী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া অনন্যান নদী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। আমাদের চ্যালেঞ্জে মোকাবেলা করেই মৎস টিকে রাখতে হবে।
এইসময় তিনি খাল নিয়ে ডিসি বলেন আমাদে যেসকল খাল গুলো ব্লক ছিলো আমরা উচ্ছেদ করে পরিষ্কার করে দিয়েছি। এই শহরে জলাবদ্ধতার একটা দীর্ঘ সমস্যা ছিলো।
এই বিষয় আমরা একটি কমিটি করেছি এবং মন্ত্রাণালয় থেকে কাজ এনে কাজ শুরু করেছি। আমরা এই খালে সাময়িক সমাধান চাই না একটি স্থায়ী সমাধানের মধ্য দিয়ে খালের পূর্বের অবস্থায় আনা। এক্ষেত্রে আমাদের সকল নাগরীকদের সচেতন হতে হয়ে কাজ করতে হবে।
জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীরের সভাপতিত্বে ও মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এসএম আশিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মান্নান মিয়া, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নওশের আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতামু বোরহান উদ্দিন, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন। আলোচনা সভা শেষে তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা কারাগারের সামনের পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।