নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কদম রসুল কলেজ ছাত্রদলের দোয়া 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫০, ১৮ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কদম রসুল কলেজ ছাত্রদলের দোয়া 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি কদম রসুল কলেজ ছাত্রদলের উদ্যােগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ আগস্ট) বাদ জোহর কদম রসুল কলেজ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও  আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহত যোদ্ধাদের জন্য দোয়া করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন কদম রসুল কলেজ ছাত্রদলের সভাপতি সীমান্ত আহমেদ শিমুল, সাধারণ সম্পাদক মাশরাফি আলম, কদম রসুল কলেজ ছাত্রদল নেতা, সায়মন, নির্জন, লিমন, জাকারিয়া, রিফাত, কাফি, আজমীর, সাজ্জাদ, তানভীর প্রমুখ।