
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রূপগঞ্জ উপজেলা কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম বলেন,দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। এক সময় আমাদের হাওর,খাল- বিল ও জলাশয় দেশি প্রজাতির মাছের ভান্ডার ছিল।
সময়ের সঙ্গে সঙ্গে দেশি প্রজাতির মাছের সংখ্যা কমেছে। তবে অভয় আশ্রম সৃষ্টির মাধ্যমে দেশি মাছে সমৃদ্ধ দেশ গড়তে আমাদের সবাইকে কাজ করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তারিকুল আলম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার জনাব হুমায়ুন কবীর,উপজেলা সমবায় অফিসার আলমগীর আজাদ ভূঁইয়া প্রমুখ। এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন অত্র উপজেলার মৎস্য চাষী,মৎস্য ব্যবসায়ী , মৎস্য খাদ্য ব্যবসায়ী, আড়ৎদার সুধিবৃন্দ।
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২৪ আগস্ট সাতদিন ব্যাপী মৎস্য সপ্তাহ শেষ হবে।