
জেলা প্রশাসক নারায়ণগঞ্জ কর্তৃক গৃহীত "গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জ" কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়নের বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের আয়োজনে সভায় ডাইং এসোসিয়েশন প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধি, জন প্রতিনিধি, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থায় নিয়োজিতগণ অংশ গ্রহণ করেন।
সোমবার (১৮ আগষ্ট) সকালে সদর উপজেলা কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মো. আসাদুজ্জামান নূর, সদর উপজেলা প্রকৌশল কর্মকর্তা ইয়াসির আরাফাত ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল।