নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৬, ১৮ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক ২

সোনারগাঁয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন-নয়াপাড়া গ্রামের টেকনাফ থানার কক্সবাজার জেলার মো: আবু সিদ্দিকের ছেলে মো. রফিক (২৭) ও নয়াপাড়া গ্রামের টেকনাফ থানার কক্সবাজার জেলার মো: হাসেম আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৭)।

রবিবার (১৭ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মো. ছারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশির সময় কুমিল্লা থেকে ঢাকাগামী “স্টার লাইন” পরিবহনের (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-১৯৫৬) একটি বাসকে থামানোর সংকেত দেওয়া হয়। এসময় বাস থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।