নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

ফতুল্লায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৪, ১৮ আগস্ট ২০২৫

ফতুল্লায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

ফতুল্লায় পাসপোর্ট তৈরি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক রোহিঙ্গা তরুণ। সোমবার (১৮ আগষ্ট) দুপুরে ফতুল্লার ভুইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া রেহিঙ্গা তরুণ মো. আরিয়ান কক্সবাজার জেলার উখিয়া থানার ২৬নং লেদা রেহিঙ্গা ক্যাম্পের বাসীন্দা। 

জানা গেছে, সোমবার দুপুরে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে ফতুল্লার ভুইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আসেন। কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন সে রেহিঙ্গা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

এ সময় তার কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র, নারায়নগঞ্জের একটি বিদ্যুৎ বিল কপি পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম  জানান, দালালের মাধ্যমে এই  রোহিঙ্গা তরুণ বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যের কোন দেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। 

এর পেছনে কারা জড়িত, পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন, তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।
 

সম্পর্কিত বিষয়: