
আশুলিয়ায় গরু বোঝাই ট্রাক ডাকাতির লুন্ঠিত গরু বন্দর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় বন্দর উপজেলার দৌলতপুর এলাকা থেকে লুন্ঠিত ১১টি গরু ও ২ টি মহিষ উদ্ধার করে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।
এর আগে গত শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে আশুলিয়া বিশ মাইল এলাকায় আইন শৃঙ্খলার বাহিনী পরিচয় দিয়ে এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন জানান, বন্দর উপজেলার মুছাপুর ইউপির দৌলতপুর এলাকা সুজন ও সজিব কসাই'র নিয়ন্ত্রণে ডাকাতির লুন্ঠিত গরু রাখা হয়েছে।
এ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে ১১ টি গরু ও ২ টি মহিষ উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন কসাই ও সজিব কসাই পালিয়ে যায়।
পরবর্তীতে আশুলিয়া থানাধীন বিশ মাইল এলাকা থেকে একটি সংঘবদ্ধ ডাকাত দল গরু বোঝাই ট্রাক ছিনিয়ে এনে দৌলতপুর এলাকায় রেখেছে । পরে রাতে উদ্ধারকৃত ডাকাতির লুন্ঠিত গরু আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।