নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৭, ১৮ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  গ্রেপ্তাররা হলো- মোঃ রাসেল (৩৮) ও বিল্লাল হোসেন (৩৬)।

পুলিশ জানায়, রবিবার (১৭ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল আলীপুল এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাসেলকে গ্রেপ্তার করা হয়। 

পরে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি সাদা জিপারের ভেতর রাখা ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। রাসেল আদমজী কদমতলী গ্যাসলাইন এলাকার মহারাজ তাল্লুকদারের ছেলে।

অন্যদিকে একই রাতে শিমরাইল কাঁচপুর ব্রীজের নিচে অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ১১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা। বিল্লাল শিমরাইল মধ্যপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বলেন,  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।