
বন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের দেশি মাছ যেমন— কই, শিং, টাকি, পুটি, মাগুর ও চিংড়ি— এখন আর আগের মতো পাওয়া যায় না। এসব মাছ ক্রমেই বিলুপ্তির পথে।
তাই চাষি ভাইদের সঙ্গে নিয়ে দেশি মাছের উৎপাদন বাড়াতে হবে। না হলে অচিরেই আমরা এ সুস্বাদু দেশি মাছ হারিয়ে ফেলব। আসুন, সবাই মিলে অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন। এতে আরও বক্তব্য রাখেন বন্দর উপজেলা শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, উপজেলা সমবায় কর্মকর্তা আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম এবং ডা. তাহমিদ হাসান ইমতিয়াজ।
পরে জাতীয় মৎস্য সপ্তাহে বিশেষ অবদানের জন্য বন্দর উপজেলার তিনজন সফল মৎস্য চাষির হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।