নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬

জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বন্দরের বিশ্বনবী (সাঃ) আলিম মাদারাসা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৪, ১৯ জানুয়ারি ২০২৬

জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বন্দরের বিশ্বনবী (সাঃ) আলিম মাদারাসা 

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রথমস্থান অর্জন করেছে বন্দরের ঐতিহ্যবাহী শিক্ষাপিঠ  বিশ্বনবী (সা:) আলিম মাদরাসা। একই সাথে উল্লেখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমকে বন্দর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

২০২৪-২০২৫ইং শিক্ষাবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার,লেখা-পড়ার মানসহ নানা বিষয়াদি বিশ্লেষনের ভিত্তিতে ঐতিহ্যবাহী বিশ্বনবী (সাঃ) আলিম মাদারাসা ও  একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ  এ কৃতিত্ব অর্জন করেন।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের সভাপতি তথা বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাইয়ুম খান জানান, তুলনামূলক ভাবে মাদরাসার লেখা-পড়ার মান ভাল,মাদরাসা প্রধান অত্যন্ত বিচক্ষণ তার নেতৃত্বে জাতীয় দিবস থেকে শুরু নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। উল্লেখ, এ মাদরাসাটি ১৯৭৭সালে ৩৩ শতাংশ জমির উপর স্থাপিত হয়। 

এ ব্যাপারে বিশ্বনবী (সাঃ) আলিম মাদরাসার অভিভাবক প্রতিনিধি  ও সমাজ সেবাক মোঃ ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, জেলার মধ্যে  আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি  প্রথমস্থান অজর্ন করা এটা বড় প্রাপ্তি। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অক্লান্ত পরিশ্রমের ফসল এইটি।

প্রসঙ্গত:  বিশ্বনবী (সা:) আলিম মাদরাসায় ২০২৪ সালে দাখিল পরীক্ষায় পাশের হার ৬৯.৮৪ আলিম পরীক্ষায়  পাশের হার শতভাগ এবং ২০২৫ সাল দাখিল পরীক্ষায় পাশের হার ৭২.৪১ ও আলিম পরীক্ষায় ৫০℅ ফলাফল অর্জন করে। যার মধ্যে গত ২ বছরে মোট ১শ’৩৪ জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়। প্রতিষ্ঠানে বর্তমানে ৪শ’৯৫জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

উল্লেখ্য, বিশ্বনবী (সা:) আলিম মাদরাসাটি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত। জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের পুরস্কার লাভ  করায় জাহাঙ্গীর আলমকে বন্দরের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ অভিনন্দন জানিয়েছেন।  
 

সম্পর্কিত বিষয়: