নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৫ : ডেটলাইন ২০ জানুয়ারি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৭, ২৭ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৫ : ডেটলাইন ২০ জানুয়ারি

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি  ভোট গ্রহণ। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে এিনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনিত প্রার্থীরা নির্বাচনী মাঠে সক্রীয় রয়েছে তফসিল ঘোষণার আগ থেকে।

তবে জামায়াতে ইসলাম ও অন্যান্য ইসলামী দল ছাড়াও বাম ঘরোয়ানার একক প্রার্থী থাকায় নির্বাচনী মাঠে তারা অনেকটা সুবিধাজনকভাবে প্রচারণা চালাচ্ছেন। সেই দিক দিয়ে দ্বিধাদন্ধে রয়েছে বিএনপির ভোটাররা।

তারা এখনো চুড়ান্তভাবে নিশ্চিত হতে পারেননি তাদের প্রার্থী কে? যদিও একজন প্রার্থী দলের চুড়ান্ত চিঠি পেয়েছেন। তারপরও মনোনয়ন ফরম সংগ্রহ করায় গোলকধাধায় রয়েছে এই আসনে বিএনপির নেতাকর্মী-সমর্থকরা।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও বিএনপিপন্থী ব্যবসায়ী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। 

শনিবার (২৭ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই দুই জনের অনুসারী নেতা-কর্মীরা। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ ও সাবেক তিনবারের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। 

নির্বাচনী এলাকার তথ্যমতে, শুরু থেকে মাসুদুজ্জামান মাসুদ, আবুল কালাম, সাখাওয়াত হোসেন খান ও আবু জাফর আহমেদ বাবুল নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় মাসুদুজ্জামান মাসুদকে।

তবে নিরাপত্তাসহ ব্যক্তিগত বিষয় উল্লেখ করে গত ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদুজ্জামান। তবে নেতাকর্মীদের চাপে তিন দিনের মাথায়  ১৯ ডিসেম্বর নির্বাচনে ফিরে আসেন তিনি।

তবে ওইদিনই (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তখন তিনি জানান, দলীয় কার্যালয়ে ডেকে আসনটিতে নির্বাচনের প্রস্তুতির জন্য বলা হয়েছে তাকে। ফলে তিনি ছুটে যান বিএনপির শীর্ষ নেতাদের বাড়িতে।

অন্যদিকে আবু জাফর আহমেদ বাবুলও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার অনুসারীরা। তবে গত বুধবার (২৪ ডিসেম্বর) বাবুল সমর্থন জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালামকে। আবুল কালাম দলীয় মনোনয়ন ফরমের একটি কাগজ দেখিয়ে দাবি করছেন, তিনি এ আসনটিতে মনোনীত।

ফলে এই আসনটিতে নানা প্রশ্ন দেখা দিয়েছে বিএনপির মনোনীত প্রার্থী নিয়ে। কে হচ্ছেন বিএনপির চুড়ান্ত প্রার্থী এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কারণ বিগত নির্বাচনে বিএনপির অনেক নজীর আছে দলীয় মনোনয়ন দিয়ে শেষ মুহুর্তে কেড়ে নেয়ার।

যেমনটা হয়েছিল ২০০১ সালের নির্বাচনে। নারায়ণগঞ্জ-৪ আসনে সফল আলী ভুইয়াকে দলীয় মনোনয়ন দিয়ে মাঠে নামায় বিএনপি। সফর আলী ভুইয়া নির্বাচনী মাঠ গুছানোর পর শেষ মুহুর্তে তাকে বাদ দিয়ে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে বিএনপি চুাড়ান্ত মনোনয়ন দেয়।

 তাছাড়া শনিবার (২৭ ডিসেম্বর)  যশোর জেলার ৬ টি আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। 

এদিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, আবুল কালামকে দল মনোনীত প্রার্থী করে থাকলে বাকীদের মনোনয়ন ফরম কিনতে তো বাঁধা দেয়নি বিএনপির হাইকমান্ড। নিষেধ করলে তো তারা মনোনয়ন ফরম সংগ্রহ করার সাহস করতো না। যেহেতু দল কাউকে নিষেধ করেনি মনোনয়ন ফরম কিনতে সেহেতু দলের চুড়ান্ত সিদ্ধান্ত জানতে আমাদের আরও সময় অপেক্ষা করতে হবে।  

ওদিকে মাসুদুজ্জামানের অনুসারীদের দাবি, আনুষ্ঠানিকভাবে দল মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করেছে। তারপর দুই নেতা দাবি করলেও তাদের বিষয়ে দল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। সে বিবেচনায় এখনো আসনটিতে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানই।

তবে কে হবেন নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের কান্ডারী, তা জানতে অপেক্ষা করতে হবে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ফলে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চুড়ান্ড প্রার্থী নির্ধারণের ডেটলাইন ২০ জানুয়ারি। 
 

সম্পর্কিত বিষয়: