নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৮ জানুয়ারি ২০২৬

গিয়াসউদ্দিন ও শাহ আলমকে নিয়ে কঠোর বার্তা বারী ভুইঁয়ার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫২, ২৮ জানুয়ারি ২০২৬

গিয়াসউদ্দিন ও শাহ আলমকে নিয়ে কঠোর বার্তা বারী ভুইঁয়ার

গিয়াসউদ্দিন ও শাহ আলমকে উদ্দেশ্য করে কঠোর সমালোচনামূলক বার্তা দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আঃ বারী ভুইঁয়া।

বহিষ্কৃত এই দুই নেতার বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরে তিনি স্পষ্টভাবে বলেন, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এডভোকেট বারী ভুইঁয়া নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটারদের উদ্দেশে সতর্ক বার্তা দেন।

তিনি জানান, নির্বাচনী এলাকায় “হরিণ” ও “ফুটবল” মার্কার পক্ষে বিভ্রান্তিমূলক মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে যেখানে বলা হচ্ছে, এসব মার্কায় ভোট দিলে তা ধানের শীষে যুক্ত হবে। এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, শাহ আলমের প্রতীক “হরিণ” এবং মোহাম্মদ গিয়াসউদ্দিনের প্রতীক “ফুটবল”—এই দুই ব্যক্তিকেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। “হরিণ” বা “ফুটবল” মার্কায় ভোট দিলে তা ধানের শীষে যুক্ত হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

এডভোকেট বারী ভুইঁয়া আরও জানান, বিএনপি জোটের মনোনীত প্রার্থী মনির হোসেন কাসেমী এবং তার প্রতীক “খেজুর গাছ”। “খেজুর গাছে” ভোট দিলেই তা ধানের শীষে যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, বিভ্রান্তি ছড়ানোর দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অচিরেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।