নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ নভেম্বর ২০২৫

আইনজীবীদের “টাউট বাটপার” বলায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫২, ১০ নভেম্বর ২০২৫

আইনজীবীদের “টাউট বাটপার” বলায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আইনজীবীদের “টাউট বাটপার” বলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান।

সোমবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতে মেজবাউদ্দিন ফরহাদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন তিনি।

গত ৫ নভেম্বর বুধবার বরিশালে একটি অনুষ্ঠানে আইনজীবীদের ‘টাউট-বাটপার’ মন্তব্য করে মেজবাহউদ্দিন ফরহাদের দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঐদিন জেলার বাবুগঞ্জ উপজেলায় আয়োজিত একটি অনুষ্ঠানে ফরহাদ আইনজীবীদের নিয়ে এরূপ বাজে মন্তব্য করেন। তিনি বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য।

এ বিষয়ে মামলার বাদী এডভোকেট এইচএম আনোয়ার প্রধান বলেন, আইনজীবী পেশাকে অপমান করে কথা বলার দুঃসাহস সে পায় কোথায়। সমাজে কোনো পেশাকেই ছোট করে কথা বলা যাবে না।

কারো যদি ব্যক্তির প্রতি ক্ষোভ থাকে সেটা নির্দিষ্ট সেই ব্যক্তির প্রতি প্রকাশ করতে হবে কিন্তু কোনো পেশাকে অপমান করে কথা বললে তাকে ক্ষমা করা হবে না।

মামলায় বাদি পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আসমা হেলেন বিথি এবং অ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম বলেন, বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে আগামী ১২ ডিসেম্বর আসামিকে আদালতে হাজির হওয়ার সমান জারি করেছেন।