নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ মে ২০২৫

আনন্দধামে “জোছনা ছুঁয়ে যায়” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১৫, ১৮ ডিসেম্বর ২০২৪

আনন্দধামে “জোছনা ছুঁয়ে যায়” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

রোমান্টিক কবি এ এস এম এনামুল হক প্রিন্সের কাব্যগ্রন্থ “জোছনা ছুঁয়ে যায়” আনন্দধাম সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৭ ডিসেম্বর, ২০২৪ সায়াম প্লাজা, চাষাড়া, নারায়ণগঞ্জ লেখকের বইয়ের মোড়ক উন্মোচন হয়।

আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুকে ও ১৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে “জোছনা ছুঁয়ে যায়” কাব্যগ্রন্থটি লেখক এ এস এম এনামুল হক প্রিন্স তুলেদেন এবং তারা লেখককে শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক মোঃ হারুন অর রশিদ চৌধুরী স্বপন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহামেদ সেন্টু, আয়কর ইন্সপেক্টর লোকমান আহামেদ, সরকারি সমাজসেবা অফিসের ডিডি মোঃ শহিদুল্লাহ, চিত্রশিল্পী মোহাম্মদ শাহ আলম, আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহারিয়া মোহাম্মদ মারুফ, আনন্দধামের আন্তর্জাতিক ফোরামের সভাপতি আজিজুল ইসলাম বাবু, দৈনিক ডান্ডিবার্তার বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল আহামেদ, আনন্দধামের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল কাইয়ুম আল আমিন, পরিচালক এস এম ইলিয়াস মামুন, এড. জসিম উদ্দিন, সাবেক মহাসচিব বিশ্বজিৎ সাহা, খোকন গাজী, মোঃ সেলিম, রিহান, প্রবীন সংঘের সভাপতি আব্দুর রহমান বাচ্চু, কন্ঠশিল্পী মিতু মোর্শেদ, মুক্ত আওয়াজ নিউজ এক্সপ্রেস এর ফটোগ্রাফার মাহাবুব আল ইসলাম সাদমান।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকবৃন্দ, দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান ও স্থায়ী সদস্য নাহিদ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন পেশার কবি, সাংবাদিক, সংগঠক, চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা, কন্ঠশিল্পী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, শিশু, নবিন, প্রবীন, সমাজসেবক, সরকারি কর্মকর্তা সহ আনন্দধামের ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে ও “জোছনা ছুঁয়ে যায়” কাব্যগ্রন্থে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ এস এম এনামুল হক প্রিন্সের ৬৪ পৃষ্ঠার কাব্যগ্রন্থটি “জোছনা ছুঁয়ে যায়” অমর একুশে বইমেলা ২০২৫ইং প্রকাশ পাবে।

সম্পর্কিত বিষয়: