নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ মে ২০২৫

প্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্য আর নেই, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শোক  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২২, ৮ মার্চ ২০২৫

প্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্য আর নেই, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শোক  

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র স্থায়ী সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রবীণ সাংবাদিক বিমান ভট্টাচার্য শুক্রবার (৭ মার্চ) দুপুরে পরলোক গমন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। বার্ধক্যজনিত কারণে হৃদক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। মরদেহ নগরীর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শ^শানে (মাসদাইর) সন্ধ্যায় সৎকার করা হয়।

মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী, একপুত্র, এক কন্যা সন্তান এবংআত্বীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন।

এদিকে, বিমান ভট্রাচাযর্’র মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবংতাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।