
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গাপুজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করেন ও দুর্গাপুজার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ।
বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আড়াইহাজার উপজেলার ২৩টি পুজা মন্ডব পরিদর্শন করেন তারা। এ সময় নেতৃবৃন্দরা আড়াইহাজার উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা , বিভিন্ন মন্দির কমিটি, পুজা কমিটি ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে দুর্গাপুজার শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও আড়াইহাজারের সভাপতি সাংবাদিক হারাধন চন্দ্র দে , সাধারণ সম্পাদক দুলাল রায়ের, সাংগঠনিক সম্পাদক সুকান্ত ভৌমিক অটলের, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর'র নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রদীপ কুমার দাস, জেলার সহ সভাপতি রমাকান্ত সরকার, রূপগঞ্জ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, রূপগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য নিমাই চন্দ্র চন্দ, বিপুল পোদ্দার, সুজিত ভৌমিত, প্রবাস বিশ্বাস, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, আড়াইহাজারের পৌর কমিটির সভাপতি নিত্যানন্দ সেন, কোষাধ্যক্ষ শীতল ভৌমিক, লক্ষন ভৌমিক, রূপগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বাবুল শীল, সাধারণ সম্পাদক প্রনব পাল, সমর দাস, সমাপ্ত সরকার, নৃপেন বিশ্বাস, রাজীব দাস, বন্দর ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তুলশী ঘোষসহ নেতৃবৃন্দ।
এছাড়া নেতৃবৃন্দ রাত ৭ টা হতে গভীর রাত পর্যন্ত রূপগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার অষ্টমী পুজার দিন সোনারগাঁ উপজেলার ৩১টি ও বন্দর উপজেলার ২২ টি পুজা মন্ডপ পরিদর্শন করেন।