নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০১ অক্টোবর ২০২৫

লায়ন্স ক্লাব অব না’গঞ্জের নতুন কমিটির অভ্যর্থনা ইন্ডাকশন ইনস্টলেশন ও চার্টার নাইট অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

লায়ন্স ক্লাব অব না’গঞ্জের নতুন কমিটির অভ্যর্থনা ইন্ডাকশন ইনস্টলেশন ও চার্টার নাইট অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জের প্রথম প্রতিষ্ঠিত লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ৫৩ বছরে ক্লাবের নতুন কমিটির অভ্যর্থনা ইন্ডাকশন ইনস্টলেশন ও চার্টার নাইট অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাতে রবিবার নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা (এমজেএফ)। সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ), দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর এমরান ফারুক মঈন (পিএমজেএফ)। 

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের থিমসং গান পরিবেশন করা হয়। পরে অতিথিদের নিয়ে ডিস্ট্রিক্ট গভর্নর কেক কাটেন। এসময় অতিথিদের উপহার প্রদান করে সম্মানিত করা হয়। এসময় ক্লাবের নতুন কমিটিকে পরিচিত করিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।  

উপস্থিতি ছিলেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু, ক্লাব সেক্রেটারী লায়ন এ্যাডভোকেট বিএম হোসেন, টেজারার লায়ন এ্যাডভোকেট জাকির হোসেন, লায়ন হায়দার আলী বাবলু, সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল, এলসিআইএফ ক্লাব কো-অর্ডিনেটর লায়ন মোঃ মাহাবুব এ এলাহী, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন সাদিয়া আফরোজ মুক্তি উপস্থিত ছিলেন।  

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সম্পর্কিত বিষয়: