
নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাসের গণশুনানিতে নারায়ণগঞ্জ থেকে অংশগ্রহন করেছিলেন জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
গণশুনানিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ আসন সীমানা পূর্বাবস্হায় ফেরত নেওয়ার জোর দাবী জানান ও সাবেক সভাপতি গিয়াসউদ্দিনের পক্ষে শুনানি করে এড. আক্তার খন্দকার পূর্বাবস্হায় ফেরত নেওয়ার দাবী জানায়।
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক কাউন্সিলর খোরশেদ সদর ও বন্দরকে একত্রিত করে পূর্বাবস্হায় ফেরত নেওয়ার জোর দাবী জানায়।
কিন্তু নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি গণশুনানিতে অংশগ্রহণ করে নির্বাচন কমিশনকে সংশোধিত আসন পুন্যবিনাসকে স্বাগত জানায় এবং নারায়ণগঞ্জ-৪ আসনকে ফতুল্লা থানা ও আলীরটেক,গোগনগর একত্রিত করার পক্ষে জোর দাবী জানিয়ে বলে যে নারায়ণগঞ্জ-৪ আসন সহ সকল আসনে ভোটার তালিকার হারে সুষম বন্টন হয়েছে। এভাবে আসন বন্টন হলে জনগণের নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে।
এক পর্যায়ে শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মশিউর রহমান রনির বক্তব্যকে স্বাগত জানিয়ে শুনানি মুলতবি ঘোষণা করেন।
প্রসঙ্গত: বৃস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৩,৪ ও ৫ আসনের সীমানা পুন:নির্ধারণ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনার।