নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১০, ৪ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত 

রূপগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পূর্বাচলের ১০ নাম্বার সেক্টরের লেকে ১০ মন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপশহরের ১০নং সেক্টরে মাছের পোনা অবমুক্ত করা হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন কর্মসূচি পালন করেন। এ সময় তিনি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিএনপি নেতা দুলাল হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর সেই আদর্শ ধারণ করে বিএনপি সবসময় কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের কার্যক্রমে অংশ নেয়।

তিনি বলেন, পূর্বাচলের লেক এলাকায় মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে পরিবেশ, জীববৈচিত্র্য এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখা সম্ভব। দেশের নদ-নদী, খাল-বিল ও অন্যান্য জলাশয়ে মাছের পরিমাণ কমে যাওয়ায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরি হবে।

এ সময় উপস্থিত ছিলেনঃ- মৎস্যজীবী দল,কৃষক দল, ছাত্রদল,যুবদল,মূলদলসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।