নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫

কেক কেটে দৈনিক বাংলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৭, ৪ সেপ্টেম্বর ২০২৫

কেক কেটে দৈনিক বাংলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে কেক কেটে দৈনিক বাংলা পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  

এসময় দৈনিক বাংলা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার,  সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলা ট্রিভিউনের জেলা প্রতিনিধি আরিফ হোসাইন কনক, দৈনিক বাংলা পত্রিকার ফটো সাংবাদিক পাপ্পা ভট্টাচার্য, প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সংবাদের প্রতিনিধি প্রণব কৃষ্ণ রায়।

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক বাংলা পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং আগামি দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের মন জয় এবং নাগরিক সমস্যা ও নারায়ণগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখবে দৈনিক বাংলা এই প্রত্যাশা করেন বক্তারা।

সম্পর্কিত বিষয়: