
গত আগষ্ট মাসে বন্দরে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৫০টি। এর মধ্যে হত্যা মামলা দায়ের হয়েছে ২টি,ডাকাতি ১টি, ধর্ষণ মামলা ১টি,দস্যুতা ১টি, নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের হয়েছে ২টি, চুরি মামলা হয়েছে ৩টি ও মাদক মামলা রুজু হয়েছে ২৮টি এবং মারামারিসহ অন্যান্য অপরাধে মামলা হয়েছে আরো ১০টি।
থানা সুত্রে জানা গেছে,গত আগষ্ট মাসে বন্দর থানা পুলিশ ২৮টি মাদক মামলায় মহিলাসহ ৩৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সেই সাথে পুলিশ গ্রেপ্তারকৃত ৩৫ জন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৯শ ৬৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫শ গ্রাম গাঁজা,১শ ৪ বোতল ফিন্সিডিল,১শ পুরিয়া হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বন্দর থানা পুলিশ গত আগষ্ট মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৪৭ জন ও জিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৭২ জনসহ বিভিন্ন মামলার ২ সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার লিয়াকত আলী জানান, গত আগষ্ট মাসে ৫০টি মামলার মধ্যে ২৮টি মামলা রুজু হয়েছে মাদকের। বন্দরে মাদক ব্যবসা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বন্দরে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।