
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মো. রহমত উল্লাহ খান অবসর গ্রহণ করেছেন। বৃহস্পতিবার আটিগ্রাম ওয়াবদা কলোনিতে বিদ্যালয় প্রাঙ্গনে তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে আবেগ ঘন প্রাণ উচ্ছ্বাসে হৃদয় নিংড়ানো ভালোবাসায় আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার স্বপ্নদ্রষ্টা প্রধান শিক্ষক রহমত উল্লাহ খানকে বিদায় জানানো হয়।
এ সময় রহমত উল্লাহ খান বলেন, এই এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাহিউদ্দিন মাঈন সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী আব্দুল আউয়াল সাহেব অত্র বিদ্যালয়ের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন।
বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. হারুন অর রশিদ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকালে আওয়ামী লীগের দোসরদের সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে নতুন ভবন নির্মাণের সহযোগিতা করেন। তিনি শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা ও আর্থিক সহায়তা দিয়ে সার্বিক ভূমিকা পালন করেন।
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী এ মহান শিক্ষা গুরু কে ক্রেস্ট প্রদান করা হয় এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল বিদায়ী এই শিক্ষককে এক লাখ টাকার চেক উপহার দিয়ে তার আগামী দিনের সুন্দর জীবন কামনা করেন।
পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. সায়েম হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, দাতা ও সভাপতি, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথি ছিলেন মোঃ হারুনুর অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাবেক অভিভাবক সদস্য, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, মো. সেলিম মোল্লা, ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও অভিভাবক সদস্য, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ আলী আকবর ও বিশিষ্ট সমাজসেবক ও অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- অভিভাবক সদস্য বিল্লাল হোসেন, দেলোয়ার হোসেন দেলুসহ আরও অনেকে।