নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫

চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে আনু’র মনোনয়নপত্র জমা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে আনু’র মনোনয়নপত্র জমা  

চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাজী আনোয়ার হোসেন আনু। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌধুরী বাড়ি ব্যবসায়ী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ডি এইচ বাবুলের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

এসময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন স্বাধীন, শামসুদ্দিন শেখ, আবুল কাশেম মেম্বার, সাগর প্রধান, শেখ মোহাম্মদ অপু, আমিন হোসেন প্রধান ও নিজাম উদ্দিন মেম্বার।

মনোনয়নপত্র জমা দিয়ে হাজী আনোয়ার হোসেন আনু বলেন,“সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে চৌধুরী ব্যবসায়ী এসোসিয়েশনের সকল ব্যবসায়ীর পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবো।”

উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।