
বন্দরে রাতে অযথা ঘুরাফেরার করার অপরাধে চোর ও ছিনতাইকারী সন্দেহে ২ যুবকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলো বন্দর থানার সেনেরবাড়ি এলাকার গোলাম মাওলা ছেলে রাসেদ (২৪) একই থানার কল্যান্দী এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে হৃদয় (২১) ও ধামগড় ইস্পাহানী এলাকার হাজী মালাবর হোসেন মিয়ার ছেলে মাঈনউদ্দিন (৫৫)।
আটককৃতদের রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে বন্দরে বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়।