
বৈষম্যবিরোধী মামলায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা অহিদ আলম গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার,৭ সেপ্টেম্বর দুপুরে জেলা আদালতের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
অহিদ আলম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনূর আলম জানান, নারায়ণগঞ্জ সদর থানার বৈষম্যবিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানা থেকে মামলাটি সিদ্ধিরগঞ্জে ট্রান্সফার করে নিয়ে আসা হবে।