
অভিনব কৌশলে প্রাইভেটকার ছিনতাইকালে ফতুল্লায় ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের পেশাদার ছিনতাইকারী, আন্তঃজেলা যানবাহন চোর চক্রের মূলহোতা আতাউর (৪৫) কে সহযোগিসহ গ্রেপ্তার করছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ভুইগড় এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম জালকুড়ির মোহর আলী মাস্টারের পুত্র আতাউর (৩৫) ও মৃত আবুল কালামের পুত্র ইমরান হোসেন(২৫)। গ্রেপ্তারকৃত আতাউরের বিরুদ্ধে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় আটটিরও বেশী মামলা রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত দুইটার দিকে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ভুইগড় বাসস্ট্যান্ডের সামনে একটি প্রাইভেটকারের গতিরোধ করে চালক কে বলে যে মোটর সাইকেলকে সে এক্সিডেন্ট করে ফেলে দিয়ে এসেছে।
এ কথা বলে চালক কে মারধর করে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ নিতে চাইলে চালক ডাক-চিৎকার করলে বাস স্ট্যান্ডের আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে বিষয়টি আচঁ করতে পেরে আতাউর ও তার সহোযোগি কে গণপিটুনি দিয়ে ফতুল্লা থানা পুলিশে সোপর্দ করে।
এ সময় তাদের নিকট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত কাগজ-পত্রবিহীন অপর একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আতাউর একজন পেশাদার অপরাধী। এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাক- নারায়নগঞ্জ লিংক রোড সহ আশপাশের বিভিন্ন সড়কগুলোতে ছিনতাই করে আসছিলো। একই সাথে অভিনব কৌশলে গাড়ী ছিনতাই করতো।
শুক্রবার দিবাগত রাতে একটি চোরাই মোটর সাইকেল সহ তাদের কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আতাউরের বিরুদ্ধে আটটির ও বেশী মামলা রয়েছে বলে তিনি জানান।