
বন্দরে মদনগঞ্জে প্রগতি সমাজ কল্যাণ সংস্থাকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন উপহার দিলেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান এ্যাড. শাহনাজ জামান।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান শাহনাজ সুলতানা মদনগঞ্জস্থ সংস্থার কার্যালয়ে সশরীরে গিয়ে তিনি ওই উপহারটি তুলে দেন। টেলিভিশন পেয়ে সংস্থার কর্মকর্তা ও সদস্যরা মানবাধিকার নেত্রীকে ধন্যবাদ জানান।
টেলিভিশন হস্তান্তরকালে সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান এ্যাড. শাহনাজ সুলতানা ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, মহাসচিব সাফায়েত সারাদীন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক এড. ফারহানা, প্রবাসী বিষয়ক সম্পাদক প্রদীপ, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না,মোঃ তুহিন,আক্তার হোসেন,মোঃ সোহেল প্রমুখ।