
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঘোড়ার গাড়ি ও অর্ধশতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের নেতৃত্বে তাক লাগানো বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছে বন্দর উপজেলা বিএনপি।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল দশটায় মদনপুরের দেওয়ানভাগ থেকে প্রতিষ্ঠার আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হয়ে মদনপুর স্ট্যান্ড হয়ে লাঙ্গলবন্দ স্ট্যান্ড দিয়ে মুছাপুর ইউনিয়ন দিয়ে হাই সাহেবের মোড় হয়ে সাবদী বাজার হয়ে উপজেলা ঘুরে ফরাজীকান্দা হয়ে মদনগঞ্জ টু মদনপুর সড়ক দিয়ে মদনপুর স্ট্যান্ড হয়ে দেওয়ানভাগ এসে সমাপ্ত হয়।
এসময়ে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন ঘোড়ার সামনে থেকে সড়কের দু'পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ দুই হাত নেড়ে সালাম ও শুভেচ্ছা জানান।
এদিকে বন্দর উপজেলা বিএনপির আনন্দ র্যালিকে সফল করতে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকাসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিকৃত ব্যানার- ফেস্টুনে গাড়ি বহর সু-সজ্জিত করে সাউন্ড সিস্টেম এবং ঢোল বাজনা বাজিয়ে বিশাল শোডাউন করন ।
এসময়ে বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো আশপাশ।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খান্দকার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আপন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজিব, বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব রাইয়্যান, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, বন্দর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ পাঁচটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।