নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে ৪৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০০, ৫ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে ৪৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে র‌্যাব-১১’র মাদক বিরোধী অভিযানে ৪৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহেদুল আলম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টায় র‌্যাব-১১’র অপস অফিসার মো, গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

এরঅগে একই দর‌্য বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর মো. জাহেদুল আলমের দেয়া তথ্যমতে তার নিজ বাসা থেকে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. জাহেদুল আলম কক্সবাজার জেলার সদর থানার এবিসি ঘোনা (দক্ষিণ রোমালিয়া চোড়া) গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।  বর্তমানে সে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকায় বসবাস করছে।  

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মো. জাহেদুল আলম একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ফেনসিডিল ইত্যাদি ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারের পর তাকে
বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব আরও জানায়, অবৈধ মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১ এর এ অভিযান অব্যাহত থাকবে।