
সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন হলো "কয়লা কাবাব" রেস্টুরেন্টে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড বটতলা আমিন মার্কেটে "কয়লা কাবাব" রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কয়লা কাবাব রেস্টুরেন্টে ও চায়ের আড্ডা'র ব্যবস্থাপনা পরিচালক মো: সোহেল রহমানের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে।
কয়লা কাবাব রেস্টুরেন্টি শিতাতপ নিয়ন্ত্রিত।
এখান থেকে হোম ডেলিভারীর সুব্যবস্থা আছে এবং সাথে থাকছে হরেক রকম চা। মহিলাদের জন্য আলাদা কেবিন এবং গাড়ী পার্কিং এর সুব্যবস্থা রয়েছে।