
সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া ভান্ডারীপুল এলাকা থেকে চুরি হওয়া মিশুক ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে মিশুক চুরির সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রাকিব (২৭) ও মর্জিনা (৩৭)। গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যানুযায়ী নবীনগরের সারপাড় মোড়ে ইন্দ্রজিত কর্মকারের দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে চোরাই অটোমিশুকটি উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব পটুয়াখালী সদর উপজেলার খালেক আকনের ছেলে এবং মর্জিনা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার চর বলাইকাঠি এলাকার নুরুল ইসলামের মেয়ে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গত ২২ আগস্ট নয়াপাড়া ভান্ডারীপুল এলাকার সাথী আক্তারের অটো গ্যারেজ থেকে চারটি ব্যাটারিসহ একটি মিশুক চুরি হয়। এ ঘটনায় মালিক সাথী আক্তার ৩ সেপ্টেম্বর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, মিশুক মালিকের অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত ব্যবস্থা নেই। স্বল্প সময়ের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে চোরাই অটোমিশুক উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।