নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫

সাবদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে জুলুস মিছিল 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২৫

সাবদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে জুলুস মিছিল 

১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত কলাগাছিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে জুলুস মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর)  সকাল ৯টায় বন্দর উপজেলা সাবদী এলাকা থেকে  এ জুলুস মিছিল বের হয়। বাশের কেল্লা দরবার শরীফের ইসলাম প্রচারক মোহাম্মদ শাইয়িন কাদরী নেওয়াজ সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে ও দরবার শরীফের খাদেম মনিরুজ্জামান স্বপনের সার্বিক সহযোগিতায় জুলুস মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির।

প্রধান মেহমান হিসেবে ছিলেন দেওভোগ সাকিম আলী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ তামিম বিল্লাহ। অন্যান্যের মধ্যে অংশ নেন কুতুববাগ ঐতিহাসিক জামে মসজিদের সহকারি খতিব আলহাজ্ব মাওলানা নোমান আল কাদেরী,মাওলানা আলাউদ্দিন জেহাদী,মোহাম্মদ হোসাইন,মাওলানা হাফেজ মোঃ আব্দুল্লাহ,স্থানীয়দের মধ্যে ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক,ফজল করিম,সিরাজুল ইসলাম,আমানুল্লাহ আমান মোঃ জামান,খাদেম আলী প্রধান,আবুল হোসেন,মোহাম্মদ সিরাজ,ইকবাল হোসেন,তোফায়েল আহমেদ,মোহাম্মদ প্রত্যয়,আলকাছ আলী,খোরশেদ আলম,লতু মিয়া,আমির আলী ,মোহাম্মদ আলী ,মহিউদ্দিন,কামাল হোসেন,শাহাজামাল,রাব্বি , অনিক,মেহেদী হাসান,সালাউদ্দিন, দিদার মিয়া প্রমুখ।

মাওলানা তামিম বিল্লাহর মোনাজাত শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক পরিবেশণ করা হয়।
 

সম্পর্কিত বিষয়: