
সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচারণায় প্রচারপত্র বিলি করা হয়েছে। জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রচার পত্র বিলি করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ প্রচার পত্র বিলি করা হয়। প্রচারপত্র বিলি কালে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক,জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সরকার, জামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টন মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন ভূঁইয়া, ৬ নং ওয়ার্ড বিএনপি ইয়ামিন মিয়া, সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম প্রমুখ।
আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। মানুষের শিক্ষা, চিকিৎসা,মৌলিক অধিকারসহ তাদের প্রাপ্য সেবা তাদের কাছে এমনিতে পৌছে যাবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে নতুন করে সিদ্ধিরগঞ্জ যুক্ত হওয়ার কারনে ভোটের হিসাব নিকাশ পাল্টে গিয়েছে। এখন মানুষ অনেক সচেতন।
ভোটাররা যোগ্য ও শিক্ষিত মানুষ খোঁজে ভোট দেবেন। অশিক্ষিতরা মনোনয়ন চাইবেন। আশা করি দলের নীতি নির্ধারকরা যোগ্য ও শিক্ষিত প্রার্থীকে মনোনয়ন দিয়ে এ আসানে পাঠাবেন।