
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পালিত হয়েছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় ।
ভোর থেকেই সোনারগাঁয়ের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসল্লিরা জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলে ভক্ত-অনুরাগীদের ধর্মীয় স্লোগান আর কালেমায় মুখরিত হয়ে ওঠে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা ।
বাংলাদেশ গাওসিয়া কমিটি সোনারগাঁ শাখা ও আহলে সুন্নাতে আল জামায়াতের উদ্যোগে বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ইসলামি ছাত্র সেনার তত্ত্বাবধানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের মতো এবারও পুরো পথজুড়ে ছিল আয়োজনের ছড়াছড়ি। প্রতিটি মোড়ে মোড়ে সাজানো হয় পানি, শরবত, তাবাররুক ও খাবারের স্টল। স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক সেবা দিতে কাজ করেন।
অংশগ্রহণকারীদের হাতে শোভা পায় বাংলাদেশের জাতীয় পতাকা ও আনজুমানের নিজস্ব পতাকা, যা পুরো শোভাযাত্রায় ছড়িয়ে দেয় ভিন্ন আবহ।
ঐতিহাসিক এই জশনে জুলুসের সূচনা হয় ১৯৮০ সালে। টানা ৫৪ বছর ধরে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে হয়ে আসছে এই মহাসমারোহ। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম জুলুসে পরিণত হয়েছে, যেখানে প্রতিবছর লাখো মুসল্লির সমাগম ঘটে।