
পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে প্রতি বছরের ন্যায় বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উদ্যাগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টম্বর) দুপুরে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড়স্থ তার নিজ বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, একই কমিটির সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা, এড: আনিছ মোল্লা, সদর থানা বিএনপি নেতা আব্দুর রাশেদ টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ফারুক চৌধুরী, মহানগর বিএনপি নেতা মেজবাউদ্দিন স্বপন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সহিদ মেম্বার, হাজী জাকির হোসেন, আনোয়ার হোসেন, ফারুকুল ইসলাম, সাহাদাত, সিপন ও সাফি, স্বপন, আনোয়ার হোসেন, শামীম, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আল মামুন, জুবায়ের চৌধুরী, হুমায়ন কবির মন্টি, ২৩ নং ওয়াড বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান, আব্দুল মান্নান, ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাসেল, ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ইলিয়াছ, বুলবুল, কামাল, বিএনপি নেতা দস্তগীর হোসেন পাভেল, ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদসহ শতশত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।