নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডিসি জাহিদুল  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ডিসি জাহিদুল  

শহরের চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদের পাশে অবস্থিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং  প্রতিটি শ্রেণী কক্ষে পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের মাঝে চকলেট ও খেলার সামগ্রী বিতরণ করেন। রোববার (৭ সেপ্টম্বর) দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদশর্ন করেন। 

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্কুলের উন্নয়নের বিষয়ে প্রতিষ্ঠানে শিক্ষক ও চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়ত পরিষদের কমিটির সাথে কথা বলেন। এ সময় স্কুল কর্তৃপক্ষ দাবি করেন একটি শহীদ মিনার করে দেয়ার। পরে তিনি শহীদ মিনার নির্মাণসহ বিদ্যালয়ের উন্নয়ণের বিষয় আশ^স্ত করেন।

এ সময় তিনি বলেন, আমাদের শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ তাদের নিয়ে সুন্দর স্বপ্ন দেখি দেশ গড়ার। আগামী দিনে আমাদের সেই দেশ গড়বে এবং তারা যে দেশ গড়বে এজন্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আমাদের কাছে মনে হলো এখানে অনেক কাজ করার প্রয়োজন রয়েছে।  অনেক ক্ষেত্রে দেখা গেছে রুমের ভিতরে দেয়ালের রং নষ্ট হয়ে গেছে। 

কিছু দেয়াল ভাঙ্গন ধরেছে। এছাড়া নিচের একটি রুম অনেকটা নিচু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা এই স্কুলের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। যাতে স্কুলের কার্যক্রমটি সুন্দরভাবে এবং স্কুলের যে রুমগুলোর সংস্কারের প্রয়োজন তা যেনো হয়।

তিনি আরও বলেন স্কুল কর্তৃপক্ষের দাবি একটি শহীদ মিনার করে দেয়ার। আমরা অবশ্যই মনে করি শহরে একটি প্রাণ কেন্দ্রে এমন একটি এত সুন্দর প্রতিষ্ঠানে একটি শহীদ মিনার থাকবে না। তা জয়না। আমাদের সবার কাম্য একটি শহীদ মিনার থাকুক, আমরা এটি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। 

আর তাদের যে দাবিগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে সেগুলো আমরা কিভাবে সেই সব দাবিগুলোকে পূরণ করা যায় সেজন্য আমরা চেষ্টা করব।

এ সময় উপস্থিত ছিলেন- চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়ত পরিষদের সাধারণ সম্পাদক ‎মহিউদ্দিন মাহামুদ, সহ সভাপতি শামসুল হক বাচ্চু, পঞ্চায়েতের সাংগঠিনক সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমদ রিপন, ‎যুগ্ম সম্পাদক ও স্কুল সাবেক সদস্য শরিফ সুমন, শফিকুর রহমান সোহাগ, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসা, সিনিয়র স্যার মো জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।