নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে স্বেচ্ছাসেবকলীগ নেতা তাহাজ্জদ গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে স্বেচ্ছাসেবকলীগ নেতা তাহাজ্জদ গ্রেপ্তার  

বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাহাজ্জদ ইসলাম (৪৫)কে  গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তাহাজ্জদ ইসলাম বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে  বন্দর থানার দায়েরকৃত  ১৮(২)২৫ নং মামলায় রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে  আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (৬ সেপ্টেম্বর ) রাতে বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,গত ৫ আগস্ট ২০২৪ ইং সকাল ১১টায় বন্দর থানার একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে ধৃত স্বেচ্ছাসেবকলীগের নেতা তাহাজ্জদসহ  আওয়ামীলীগ ও জাতীয় পার্টির  দোসররা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে  আহত আশিক বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।